Friday, October 4, 2024
প্রচ্ছদবিনোদনআবারো একসাথে দেখা যাবে জনপ্রিয় জুটি সেলিম ও নাদিয়া কে

আবারো একসাথে দেখা যাবে জনপ্রিয় জুটি সেলিম ও নাদিয়া কে

selim and nadia pair up again আবারো একসাথে দেখা যাবে জনপ্রিয় জুটি সেলিম ও নাদিয়া কে

১৯৯৯ সালের জনপ্রিয় টিভি অভিনেত্রী নদিয়া আহমেদ প্রথম টিভি নাটকে কাজ করার সুযোগ পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেতা ও পরিচালক শহীদুজ্জমান সেলিম এর সাথে “দূরের মানুষ” নাটকে।

তারপর তারা একসাথে অনেক ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এনটিভি পরিচালিত ধারাবাহিক “পাগলা হাওয়ার দিন” এ এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে। নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা।

সেলিমকে দেখা যাবে “শুভ” এবং নাদিয়াকে দেখা যাবে “মিলি” চরিত্রে অভিনয় করতে। তারা দুজনে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।

নাটকটি এনটিভিতে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার এ রাত ৯ টা ৪০ মিনিট এ প্রচারিত হবে।

শহীদুজ্জমান সেলিম বলেন, ““পাগলা হাওয়ার দিন” এর গল্পটি খুবই সুন্দর। এখানে আমার চরিত্রটি একজন বোহেমিয়ান এর। যেহেতু চরিত্রটি অন্তর্মুখী তাই এই চরিত্র থেকে অনেক কিছু শিখার মত রয়েছে।”

 

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য