১৯৯৯ সালের জনপ্রিয় টিভি অভিনেত্রী নদিয়া আহমেদ প্রথম টিভি নাটকে কাজ করার সুযোগ পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেতা ও পরিচালক শহীদুজ্জমান সেলিম এর সাথে “দূরের মানুষ” নাটকে।
তারপর তারা একসাথে অনেক ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এনটিভি পরিচালিত ধারাবাহিক “পাগলা হাওয়ার দিন” এ এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে। নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা।
সেলিমকে দেখা যাবে “শুভ” এবং নাদিয়াকে দেখা যাবে “মিলি” চরিত্রে অভিনয় করতে। তারা দুজনে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।
নাটকটি এনটিভিতে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার এ রাত ৯ টা ৪০ মিনিট এ প্রচারিত হবে।
শহীদুজ্জমান সেলিম বলেন, ““পাগলা হাওয়ার দিন” এর গল্পটি খুবই সুন্দর। এখানে আমার চরিত্রটি একজন বোহেমিয়ান এর। যেহেতু চরিত্রটি অন্তর্মুখী তাই এই চরিত্র থেকে অনেক কিছু শিখার মত রয়েছে।”