Friday, October 4, 2024
প্রচ্ছদবিনোদনক্লোজ আপ এর কাছে আসার তিন গল্প

ক্লোজ আপ এর কাছে আসার তিন গল্প

Close-up kache ashar golpo

প্রতি বছরের মত এবারো ভালবাসার দিবসে ক্লোজ আপ নিবেদিত তিনটি ছোট প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটক। এই নাটক প্রচারিত হবে বাংলাভিশন চ্যানেলে ১৪ই ফেব্রুয়ারী রাতে। আমি জানি, আমার মত আপনারাও অধির আগ্রহে অপেক্ষা করে আছেন এই নাটকগুলো দেখার জন্যে।

তবে এখন তো আর নাটক দেখানো সম্ভব নয়। চলুন দেখে নেই এক ঝলকে নাটক তিনটির খুটি নাটি জিনিস গুলো…

shoto danar projapoti kache ashar golpo 2016

নাটক-১: হাজার ডানার প্রজাপতি

কাস্ট: সাবিলা নূর এবং ফারহান আহমেদ জোভান

পরিচালকঃ মাবরুর রশিদ বান্নাহ

লেখক: শিহাব-অর-রশিদ

এই গল্পটি সুকন্যা (সাবিলা) এবং মামনুন (জোভানকে) নিয়ে। নাটকে যখন সুকন্যা বুঝতে পারবেন যে মামনুন সত্যিই তাকে ভালোবাসে, তখন তাদের পৃথক্ হত্তয়া শুরু হয়। গল্পের শেষে কি তারা এক হতে পারবে? দেখতে চোখ রাখুন বাংলাভিশন এর পর্দায়।

hat ta daw na bariye Close Up Kache Aashar Golpo 2016

নাটক-২: হাতটা দাও না বাড়িয়ে

কাস্ট: তাহসান, মেহজাবিন, জন কবির.

পরিচালক: শাফায়েত মনসুর রানা

লেখক: আফসানা কাশেম মিমি

হঠাৎ করে জীবনের সকল কিছু একটি বিন্দুতে এসে থামে যেখানে সবকিছু হয়ে যায় “জটিল”। এই অনিশ্চিত সময়ে, জন, আনিশা, সাকিব এসে দাঁড়িয়ে। কার সাথে কার মিলন হবে? বাকিটা জানতে পারবেন ১৪ই ফেব্রুয়ারী রাতে বাংলাভিশন এ।

pencile aka projapoti Close Up Kache Aashar Golpo 2016

নাটক-৩: পেন্সিলে আঁকা ভালোবাসা

কাস্ট: শখ, নিলয়

পরিচালক: শাকিল আহমেদ রিসান

লেখক: রুবায়েত মাহমুদ

তরী(শখ) এবং হিমাদ্রী(নিলয়)নিয়ে পেন্সিলে আঁকা ভালোবাসার গল্পটি বানানো হয়েছে। তারা দুইজনে সহপাঠী এবং আস্তে আস্তে তাদের দুইজনের বন্ধুত্ব প্রণয়ে রূপ নেয়। তাদের ভালোবাসা কি মিলনে পরিনত হবে? দেখতে ভুলবেন না কিন্তু।

এই তিনটি ভালোবাসার গল্প, ক্লোজ আপ কাছে আসার গল্প প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়। কেউ মিস করবেন না প্লিজ। ধন্যবাদ।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য