Friday, October 4, 2024
প্রচ্ছদবিনোদনবিস্ময় বালক কাঁটার মুস্তাফিজ

বিস্ময় বালক কাঁটার মুস্তাফিজ

Cutter Boy Mustafizur Rahman, বিস্ময় বালক কাঁটার মুস্তাফিজ

 

বাংলাদেশের ক্রিকেট আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হলেন বিস্ময় বালক মোঃ মুস্তাফিজুর রহমান। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।

তিনি ২০১২ সালে প্রথম ঢাকায় আসেন ফাস্ট- বোলারদের ক্যাম্পে যোগদানের উদ্দেশ্যে। ২০১৩-২০১৪ মৌসুমে খুলনার হয়ে অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে।

আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি ৮ উইকেট নিয়ে নজর কারেন সবার।

ঘরয়া ক্রিকেটে ভাল পারফর্ম করায় ২৪ এপ্রিল, ২০১৫ তারিখে পাকিস্তানের বিপক্ষে টি২০ তে অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি ২ টি মূল্যবান উইকেট লাভ করেন।

১৯ জুন, ২০১৫ তারিখে শক্তিশালী ভারতের বিপক্ষে তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই ৫ উইকেট লাভ করে শুরু করেন চমকের।ম্যাচ সেরাও হয়ে যান। ভারতের বিপক্ষে পরের ম্যাচেও ছিনিয়ে নেন মূল্যবান ৬ টি উইকেট। করেন চোখ ধাঁধানো বিশ্ব রেকর্ড। ম্যাচ সেরার পুরুস্কারটাও চলে যায় তাঁর ঘরে।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার ৫ উইকেট নেন ৩৪ রান খরচ করে।

একের পর এক সাফল্য মন কেড়েছে সবার, বেরেছে কোটি কোটি ভক্ত। বাংলাদেশের ইতিহাসে এমন সাফল্য কেউ দেখাতে পারেনি। তাইতো ক্রিকেটপ্রেমীদের মনে যায়গা পেতে বেগ পেতে হয়নি। সবাই এখন তাকে নির্ভরযোগ্য বোলার হিসেবে চেনে। ক্রিকেটপ্রেমী জনতা তাঁর নাম দিয়েছে কাঁটার মুস্তাফিজ।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার কে নিয়ে সাড়া বিশ্বে বইছে আলচনার ঝড়। পেয়েছেন কাঁটার উপাধিও। সবাই তাকে কাঁটার মুস্তাফিজ নামে চিনতে শুরু করেছে। তাঁর এই সাফল্যের পথে বাংলাদেশের সব ক্রিকেটাররা হাটা শুরু করলে অচিরেই বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারবে বলে সবাই বিশ্বাস করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য