Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args, $id = 0) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $data_object, $depth = 0, $args = NULL, $current_object_id = 0) in /home/bestlap1/public_html/ebangla24.com/wp-content/themes/Sahifa/sahifa/functions/theme-functions.php on line 1914
আমাদের সম্পর্কে | জেনেনিন eBangla24.com এর সম্পর্কে
সাম্প্রতিক:

আমাদের সম্পর্কে

Photo for Facebook of eBangla24.comমনের কোণে লুকানো ছোট্ট একটি জায়গায় বাংলার জন্যে টান সকল বাংলা মায়ের সন্তানেরই আছে। বাংলার মাটিতে অথবা বাংলার বাইরে যেখানেই থাকি না কেন, বাংলাকে নিয়ে শোনা, বাংলায় শোনা সকল গল্পেই বুকটা ভরে উঠে। প্রবাসীর কানে দূর থেকে ভেসে আসা কোন অপরিচিত বাঙ্গালির বাংলা কথা লাগে যেন কত চেনা কত আপন। বাঙ্গালী মায়ের কাছে শিশুর ডাকা প্রথম বাংলায় মা ডাকটাও যেন মনে হয় পৃথিবীর সব থেকে বড় পাওয়া।

ওয়েব জগতে আসলে আমাদের সেই চিরচেনা বাংলা ভাষাকে মনে হয় কোন অতিথি। যা মাঝে মধ্যে আমাদের ব্রাউজার এ বেড়াতে আসে বলে মনে হয়। ইন্টারনেট এ ইংরেজি তথ্যের সংখ্যা অগণিত কিন্তু তা আমাদের বাংলাভাষী মানুষদের কাছে সব সময় সহজ সরল রুপে ধরা দেয় না। জাতি হিসেবে আমরা অন্য ভাষার তুলনায় বাংলাতেই বেশি সাচ্ছন্দবোধ করি।

দেশ-বিদেশের, রাজনীতি, ব্যবসা-অর্থনীতি, শিক্ষা, আনন্দ-বিনোদন, খেলাধুলার কত শত খবর, প্রতিবেদন প্রতিনিয়ত প্রতিদিন বের হয় তার খুব অল্পই আমরা খোজ নিয়ে থাকি বা পেয়ে থাকি। হয়তো কাজের জন্যে টিভি টা ছেড়ে দেখা হয় না । অনলাইনে ইন্টারনেটে খবর দেখতে বসলে মনে হয় যেন বিটিভি চ্যানেলের রাত ১০টার ইংরেজি বুলেটিন দেখতে বসেছি। একরাশি বিরক্তি নিয়ে উঠে গিয়ে অন্য কাজে ব্যস্ত করে ফেলা হয় নিজেকে।

সেই বিরক্তি থেকে আপনাদের মুক্ত করার জন্যে সম্পূর্ণ বাংলায় একটি ওয়েবসাইট (eBangla24.com) নিয়ে আসছি আমরা। এখানে আপনারা পাবেন দেশ-বিদেশের, রাজনীতি, ব্যবসা-অর্থনীতি, শিক্ষা, আনন্দ-বিনোদন ও খেলাধুলার খবর। শিক্ষনীয় হিসেবে থাকছে শিক্ষামূলক পোষ্ট যেমন বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য। জীবন যাত্রার মানকে উন্নত করার জন্য থাকছে লাইফ স্টাইল ও বিনোদনমূলক পোষ্ট। যেখানে আপনারা বিভিন্ন কৌশল, খেলাধুলা, মিডিয়া আরও অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট পাবেন। থাকবে শিশুদের জন্যে আলাদা আলাদা শিশুমূলক পোষ্ট।

আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা আপনাদের বুঝার এবং জানার সুবিধার্থে সকল পোষ্টগুলো সম্পূর্ণ বাংলায় দেয়ার প্রত্যয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা চালিয়ে যাবো। আমাদের সাইট নিয়ে যদি কারো কিছু বলার থাকে তবে সরাসরি আমাদের কন্টাক পেইজ অথবা আমাদের ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।