Friday, October 4, 2024
প্রচ্ছদসাম্প্রতিকপাকিস্তানি আম্পায়ার ভারতে নিষিদ্ধ !

পাকিস্তানি আম্পায়ার ভারতে নিষিদ্ধ !

India banned Pakistani Cricket umpire Asad Rauf, ভারতের ক্রিকেট বোর্ড ৫ বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে

ভারতের ক্রিকেট বোর্ড ৫ বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে। আইপিএল এর ২০১৩ সালের স্পট ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এই শাস্তি দেয়।

আইপিএল এর ৬ষ্ঠ আসরে বাজি কেলেংকারিতে শ্রিশান্তকে এবং আরও দুই ক্রিকেটারকে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের তিন জনকে আজিবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দলের বড় বড় কর্মকর্তারা বাজি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চেন্নাই এবং রাজস্থান রয়েলসকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ অভিজগপত্রে আসাদ রউফকেও রাখে। তবে তার আইনজীবী বলেন তার মক্কেল কোন প্রকার অপরাধ করেনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, বাজিতে সহয়তা করার জন্য, এবং তথ্য প্রকাশের জন্য অর্থ গ্রহনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তানি এই আম্পায়ার মোট ৪৯ টি টেস্ট এবং ৯৮ টি ১ দিনের ম্যাচে আম্পায়ারিং করার দায়িত্ব পান। ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখোমুখি হননি তিনি। তবে তিনি লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন।

তবে তিনি ভারতের ভিতরে কোন ম্যাচ পরিচালনা করতে পারবেন না। অন্য সব যায়গায় তিনি আম্পায়ারিং করতে পারবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য