মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমের ইতিহাস এখন বড় পর্দায়। এখানে দর্শক মিশেলকে দেয়া ওবামার প্রথম চুম্বন দেখতে পাবেন।
রিচারড তানে “সাউথসাইড উইথ ইউ” নামের সিনেমাটির পরিচালক। সিনেমাটির প্রিমিয়ার হয়েছে ২৪ জানুয়ারি। ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে।
সিনেমাটিতে বারাক ওবামা ও মিশেল ওবামা থাকছেন না, তবে তাদের চরিত্রে থাকছেন পার্কার সয়ারস এবং টিকা সাম্পটার।
এই সিনেমায় ওবামা ও মিশেলের বিশেষ বিশেষ সিনারি গুলো তুলে ধরা হয়েছে। তারা প্রথমবার ডেটে যান ১৯৮৯ সালে। একটি পার্লারের বাইরে প্রথমবারের মত একে অপরকে চুম্বন করে। একই দিনে তারা দুইজন “ডু দ্য রাইট থিং” সিনেমা দেখেন।
১ম প্রদর্শনীতে ওবামার চরিত্রে থাকা পার্কার ভালই প্রশংসা পেয়েছেন। বলা যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টকে ভালভাবেই তুলে ধরতে পেরেছেন।
শিকাগোতে সিনেমাটির বেসিরভাগ অংশের শুটিং হয়। এটি তানের প্রথম পরিচালিত সিনেমা। খুব তারাতারি সিনামাটি বড় পর্দায় দেখা যাবে।