এইচ এস সি ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল ২০১৬ তে শুরু হতে যাচ্ছে।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খবরটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৮ টি সাধারণ শিক্ষাবোর্ড ছাড়াও মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের পরীক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সবগুলো পরীক্ষার সময়সূচী পাওয়া যাবে।
সেই সূচী অনুসারে, আগামী ৩ এপ্রিল ২০১৬ তারিখে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে আগামী ৯ জুন ২০১৬ তারিখে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০ টা থেকে এবং শেষ হবে দুপুর ১ টায়।
পরীক্ষার শুরুর দিকে বহুনির্বাচনী এর পরীক্ষা হবে এবং এরপর সৃজনশীল অর্থাৎ রচনামুলক প্রশ্নের পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষার জন্য নিরধারিত সময় ৫০ মিনিট। এবং রচনামুলক পরীক্ষা এর ১০ মিনিট পর শুরু হবে।
সেখানে জানানো হয়েছে যে, ১১ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং ২০ জুন শেষ হবে।