সাম্প্রতিক:

এবার সালমান খানকে চড় মারলেন আনুশকা !

 

সালমান খানকে চড় মারলেন আনুশকা, Anushka Slapped Salman Khan.

এবার সালমান খানকে চড় মেরে বসলেন আনুশকা শর্মা? হ্যাঁ আপনি ভুল পড়েননি। তাদের নতুন সিনেমা সুলতান এর শুটিং করতে এটি চলে এসেছে। এই চড়ের জোর একটু বেশি ছিল, তাই অনেকেই ঘাবড়ে গিয়েছিল।

আসলে কি ঘটেছিল?

জানা যায়, সুলতান সিনেমার মূল বিষয়বস্তু হচ্ছে কুস্তী। সিনেমায় মারপিট একটি কমন বিষয়। সিনেমাটির স্ক্রিপ্ট অনুসারে সালমানকে চড় মারার কথা ছিল। তাই পরিচালক আনুশকা শর্মাকে বলে সালমানকে যেন চড় মারে। কথামতই আনুশকা চড় মারেন তবে চড়ের জোর ছিল তুলনামুলকভাবে একটু বেশিই।

ঘটনাটি ঘটার পর আনুশকা বেশ অস্বস্তিতে পরে যান বলে জানা গেছে। আনুশকা বার বার পরিচালককে বলেন যে, চড়টা মনে হয় একটু জোরেই মেরে ফেলেছি।

অবশ্য তিনি সালমানের কাছে দুঃখ ও প্রকাশ করেন। তবে এখানে সালমান খানের কোন অভিযোগ ছিল না উনি এটাও বলেছেন যে এটি সিনেমারই একটি অংশ সুতরাং এরকম হতেই পারে।