Friday, October 4, 2024
প্রচ্ছদবিজ্ঞান ও প্রযুক্তিফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাবার সহজ উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাবার সহজ উপায়

get back your facebook hacked ID ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে
সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মাঝে মধ্যেই বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। দেখা যায় নিজের একাউন্ট  এ নিজেই লগ ইন করতে পারছেন না। আপনার একাউন্ট যদি হ্যাকিংয়ের শিকার হয় তাহলে এমনটি ঘটতে পারে। এখন থেকে হ্যাক হলেও চিন্তার কিছু নেই। ফিরে পাওয়া যাবে আপনার একাউন্ট। হ্যাক হওয়ার পর আইডিটি উদ্ধার করতে  হলে আপনাকে কয়েক ধাপে কাজ করতে হবে। আসুন জেনে নেই… কিভাবে হ্যাক হওয়া আইডি ফিরে পাবেন তার পদ্ধতিগুলো —

প্রথমে আপনার ব্রাউজার এর এড্রেস বারে গিয়ে সেখান থেকে www.Facebook.com/hacked এ লিংকে প্রবেশ করুন।

Get Back Your Facebook Hacked ID ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে

এরপর My Account Is Compromised এ ক্লিক করুন।

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে Get Back Your Facebook Hacked ID

তারপর আপনি ফোন নম্বর, ই-মেইল কিংবা ইউজার নাম যেগুলো আপনার ফেসবুক আইডিতে দেয়া আছে যেকোনো একটি দিয়ে একাউন্টটি শনাক্ত করুন।

How to get back your Facebook hacked ID হ্যাক হওয়া আইডি ফিরে পাবার পদ্ধতি

আপনি আপনার ফোন নম্বর, ই-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে Security Check অপশনে একটি ক্যাপচা এন্ট্রি দিতে হবে। এরপর আপনার একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এবার আপনার কাছে নিরাপত্তামূলক কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েকটি ধাপে সবগুলো তথ্য সঠিক দিলে হ্যাক হওয়া আইডিটি আপনি আবার ফিরে পাবেন। তবে শর্ত কিন্তু একটিই, আপনাকে সব তথ্য সঠিকভাবে দিতে হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য