জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)জুলাই থেকে আয়কর রিটার্ন এবং বিবরণী অনলাইনে গ্রহন করার প্রস্তুতি নিচ্ছে।
এই লক্ষ্যকে সফল করতে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এনবিআর এর ৬৪৯ টি অফিসে “কম্পিউটার সামগ্রী প্রদান” নামে একটি কর্মসূচির উদ্বোধন করেন।
এই কম্পিউটার ডিভাইস গুলো “স্ট্রেথেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট” এর আওতায় দেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক কালিপদ হালদার বলেন, “আমরা সমগ্র এনবিআর কে ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য কর বিভাগকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং পেপারলেস করা।”
তিনি আরও জানান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইলট প্রোজেক্ট টি মার্চ মাসে শুরু হবে এবং জুনে শেষ হবে।
জুলাই থেকে করদাতারা ই-পেমেনট সিস্টেম এর মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।
করদাতাদের কর পরিশোধ, রিটার্ন জমা এবং প্রাপ্তি স্বীকার রসিদ সবই অনলাইনে পাওয়া যাবে।
এতে রাষ্ট্রের কর আদায়কারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সকল রকম অনিয়মের অভিযোগ এড়ানোর পাশাপাশি প্রকল্পটি জনকল্যাণমূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এই ই-পেমেনট সিস্টেম এর মাধ্যমে।
ভিয়েতনাম এর আইটি প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে সাহায্য করছে। অনুমান করা হচ্ছে এতে মোট ব্যায় হবে ৫১ কোটি টাকা। কর বিভাগকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী, পুরনাঙ্গ প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। রাজস্ব বোর্ডেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করতে প্রকল্পটি সাহায্য করবে।