Thursday, March 20, 2025
প্রচ্ছদসাম্প্রতিকধূমপানে বাংলাদেশের নারীদের প্রথম স্থান দখল !

ধূমপানে বাংলাদেশের নারীদের প্রথম স্থান দখল !

Women Are Smoking In Bangladesh, বাংলাদেশ প্রথম নারী ধূমপানকারী দেশের মধ্যে

নারীরা ধূমপান করে এ কথা সাবাই জানে। তবে বাংলাদেশ যে নারী ধূমপানকারী দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করবে সেটাই ভাববার বিষয়। এই তালিকায় বাংলাদেশ প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।

 

Women Are Smoking, নারী ধূমপানকারী দেশের মধ্যে বাংলাদেশ প্রথম Croatia Institute of Public Health এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এছেসে। প্রতিবেদনে বলা হয় ক্রোয়েশিয়ায় প্রায় ৩১% মানুষ ধূমপান করে, এই হিসেবে জন প্রতি প্রায় ১৬ টি সিগারেট দরকার হয় যার মূল্য আনুমানিক মাসে ৭০ ইউরো। ধূমপানের কারণে দেশটিতে প্রায় প্রতিবছর ৩০০০ হাজার লোক মারা যায়।

এছাড়াও সারা বিশ্বে মোট ২২ ধূমপায়ী দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং পোল্যান্ড ক্রোয়েশিয়ার আগে রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য