Friday, October 4, 2024
প্রচ্ছদসাম্প্রতিকদেবরের পুরুষাঙ্গ কেটে নিল ভাবী !

দেবরের পুরুষাঙ্গ কেটে নিল ভাবী !

Sister in law cut off penis of husband’s brother দেবরের পুরুষাঙ্গ কেটে নিল ভাবী

যৌন নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে আপন দেবরের পুরুষাঙ্গ কেটে নিয়ে পুলিশ ষ্টেশনে হাজির হল ভারতের এক নারী।

ভারতের মধ্য প্রদেশের চুরহাট নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ৩২ বছর বয়সী ঐ নারী দাবি করতেছেন যে তার দেবর তার স্বামীর অনুপস্থিতিতে তাকে ধর্ষণের করায় তিনি কোন উপায় না পেয়ে এই কাজ করেছেন। পুলিশের কাছে জবানবন্দিতে তিনি এই কথা গুলো বলেছেন।

পুলিশের কাছে তিনি বলেন, আমার স্বামী বাইরে থাকলেই সে জোর করে আমাকে ধর্ষণ করত। আমি তাকে কোনভাবেই আটকাতে পারছি না। ফলে বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসেছিল জরুরী চিকিৎসা দেয়ার জন্য কিন্তু ততক্ষনে সেই ব্যক্তি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

ঐ নারীর স্বামী প্রায় ৭০০ মেইল দূরে থাকতেন। আর ঐ নারী তার সন্তান ও তার দেবরকে নিয়ে চুরহাট এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে বলেছে, এই মহিলার বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি মামলা করা হয়েছে। এটি আসলেই একটি বিরল ঘটনা। মানসম্মত অভিযোগ পত্র গঠনের জন্য যথাযথ তদন্ত চলতেছে।

পুলিশ জানিয়েছে, ঐ মহিলার মানসিক অবস্থা ভাল আছে, তিনি নাকি এই ঘটনার জন্য মোটেও অনুতপ্ত নন। তার মতে তিনি যা করেছেন ঠিক করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য