লন্ডনে অভিভাবকহীন প্রায় দশ হাজার শরণার্থী শিশু-কিশোর ইউরোপ থেকে উধাও হয়ে গেছে। দেশটির গোয়েন্দা সংস্থা মনে করছেন একটি সঙ্ঘবদ্ধ পাচারকারী চক্র এই জঘন্য কাজটি করেছে। গোয়েন্দা সংস্থা ইউরোপোল এর প্রধান অভজারভার কে দেয়া এক সাক্ষাতকারে এই আশংকা প্রকাশ করেন।
তিনি বলেন, চক্রটি শিশু শরণার্থীদেরকে শিকারে পরিনত করেছে, সমস্ত ইউরোপে এই চক্রটি সক্রিয় রয়েছে। শুধুমাত্র ইটালি থকে প্রায় ৫০০০ শিশু উধাও হয়ে গেছে এবং সুইডেন থেকে প্রায় ১০০০ এর ও বেশি শিশু গায়েব হয়ে গেছে। ধরা হচ্ছে সর্বমোট ১০০০০ হাজার শিশু এখন নিখোঁজ।
এছাড়াও তিনি বলেন, এসব শিশু সবাই অপরাধ চক্রে জড়াবে তা নাও হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, এদের অনেককেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হতে পারে।
তিনি আরও বলেন, এসব শিশু খোজ, তারা কোথায় আছে, কিভাবে আছে তা আমাদের জানা নেই।
অধিকাংশ শরণার্থী শিশুগুলোর অভিভাবক নেই বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে শরণার্থী শিশুদের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে, এর সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এ ব্যাপারে ইউরোপ যদি কোন প্রকার ব্যবস্থা না নিতে পারে তবে বড় ধরনের সমালোচনার সম্মুখীন হতে পারে।