Friday, February 7, 2025
প্রচ্ছদসাম্প্রতিকঅপহরনের পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা করলো সন্ত্রাসীরা

অপহরনের পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা করলো সন্ত্রাসীরা

children getting killed by terrorists, শিশুকে হত্যা করলো সন্ত্রাসীরা

অপহরণের ২ দিন পর মুক্তিপণের টাকা না পেয়ে এক শিশুকে মেরে ফেলল দুর্বৃত্তরা। ঘটনাটি গাজিপুর জেলার কাশিমপুর এলাকায় ঘটেছে। শিশুটির লাশ সুরাবারি নামক একটি এলাকার ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে শিশুটির স্বজনেরা তাকে শনাক্ত করে।

শিশুটির নাম সোলায়মান, বয়স ৪ বছর। নিহত শিশুটির পিতার নাম মুকাররাম হোসেন। মুকাররাম হোসেন একটি ভারা বাসায় থাকতেন এবং ভাঙ্গারি মালামাল কেনা বেচা করতেন।

শিশুটির পিতা জানান, গত শনিবার তার ছেলে দোকানে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। তিনি অনেক যায়গায় অনেক খোঁজাখুজি করে কোন হদিস পায়নি। রাতের বেলা অপরিচিত একজন মানুষ ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এদিকে স্থানীয় এস আই মোঃ সাইফুল ইসলাম বলেন, কাশিম্পুর সুরাবারি এলাকার একটি জঙ্গলের পাশে কিছু মানুষ একটি শিশুর মৃত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, সন্ত্রাসীরা শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করেছে, পরে এই জঙ্গলে ফেলে রেখেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য