চীনের পরিবেশবাদীরা পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করতে এক অভিনব উপায় বের করেছেন। তারা ‘হেইরি নোজ’ নামক একটি ভিডিও তৈরি করেছেন। এতে দেখা যায় যে, ভবিষ্যতে বায়ু দূষণ অধিক হারে বেড়ে যাবে, মানুষ তা থেকে বাঁচতে নাকের চুল আপনা আপনি অনেক লম্বা হয়ে যাবে।
এই ভিডিওটিতে যা বুঝান হয়েছে, পরিবেশ দূষণ রোধে যদি মানুষ না বদলায় তবে পরিবেশেই একদিন মানুষকে বদলিয়ে দেবে।
পরিবেশবাদী সংস্থার লোকেরা বলেছেন, আমরা পরিবেশ রক্ষার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছি হাস্যরসের মাধ্যমে।
ঐ ভিডিও টিতে দেখান হয়েছে, সেখানে মানুষ হালকা পোশাক পরে রাস্তায় হাটা চলা করতেছে কিন্তু তাদের নাকের চুল অনেক বড় হয়ে গেছে। এটি একটি আকর্ষণীয় রাস্তা বলে মনে করেন সংগঠনটির নেতারা।
শুধু এই নয় ঐ ভিডিওটিতে নাকের চুল দিয়ে বেনিও তৈরি করা হয়েছে। এর কারন হল চীনের বাতাসে অনেক ধুলোবালি, ও পুতিগন্ধময়। এই ভিডিওটিতে আরও দেখান হয়েছে যে, একটি পরিবারের শিশুদের নাকের চুলও অনেক লম্বা।
সংগঠনটির নেতারা বলেছেন, দেশের জনগন যেন সরকারের দিকে না তাকিয়ে নিজেরাই পরিবেশ সম্পর্কে সচেতন হন। তারা বলেন চীনে পরিবেশ নিয়ে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু তারা কেউ জানেন না যে তারা ঠিক কি করতে পারে?