প্রচ্ছদ সাম্প্রতিক মাটিচাপা দেয়া নবজাতককে জীবিত উদ্ধার !

মাটিচাপা দেয়া নবজাতককে জীবিত উদ্ধার !

Newborn baby rescued under the soil, মাটি চাপা দেয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ

রাজশাহী জেলার পাবায় একটি ক্ষেত থেকে একটি মাটি চাপা দেয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আশ্চর্যের বিষয় হল শিশুটি জীবিত ছিল ততক্ষন।

মেয়ে শিশুটির বয়স ছিল মাত্র এক বছর। বর্তমানে মেয়েটিকে একজন স্থানীয় মহিলার তত্ত্বাবধানে রাখা হয়েছে।

মতিহার থানার পরিদর্শক বলেন, শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে মাটিতে চাপা দেয়া হয়েছিল। গর্তের গভরতা বেশি না থাকায় আশে পাশের লোকজন কান্নার আওয়াজ শুনতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান।

চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসার পরে শিশুটি এখন সুস্থ আছে। তিনি বলেন, শিশুটিকে তিনি আয়েশা নামের এক নারীর কাছে রাখার জন্য পুলিশের কাছে আবেদন করেন। শিশুটির দিকে খেয়াল রাখার জন্য এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ঐ নারীর কাছে রাখার অনুমতি দেয়া হয়।

পুলিশ জানায়, শিশুটির মা বাবা কে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনার কয়েকদিন আগে পাবায় একটি স্কুল ছাত্রকে বেধে পেটানর ঘটনা সারা দেশে ব্যপক আলোচনার জন্ম দিয়েছিল।

NO COMMENTS

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version