Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args, $id = 0) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $data_object, $depth = 0, $args = NULL, $current_object_id = 0) in /home/bestlap1/public_html/ebangla24.com/wp-content/themes/Sahifa/sahifa/functions/theme-functions.php on line 1914
আবারো বাড়ছে স্বর্ণের দাম | Gold Price Rise Again in Bangladesh
সাম্প্রতিক:

আবারো বাড়ছে স্বর্ণের দাম

gold price increasing again in Bangladesh আবারো বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম
দেশীয়  বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ভরি প্রতি দাম বেড়েছে আগের চেয়ে ১ হাজার ২২৫ টাকা।  নতুন দাম কার্যকর হবে শনিবার থেকে। এই নিয়ে চলতি বছরে দুবার স্বর্ণের দাম বাড়লো। এর আগেও গত ১১ই জানুয়ারি এক দফা স্বর্ণের দাম বেড়েছিল ভরি প্রতি ১ হাজার ২২০ টাকা। দু দফা মিলিয়ে বছরের প্রথম দিকেই স্বর্ণের দর ভরি প্রতি ২ হাজার ৪৫০ টাকা বাড়ল।

নতুর দাম অনুযায়ি, প্রতি ভরি ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম পড়বে ৪৩ হাজার ৭৪০ টাকা।  বর্তমান বাজার দর ৪২ হাজার ৫১৫ টাকা। অর্থাৎ দাম বেড়েছে প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা।

gold price rise again in bangladesh আবারো বাড়ছে স্বর্ণের দামআর ২১ ক্যারট স্বর্ণের প্রতি ভরি ক্রয় করতে বর্তমানে লাগে ৪০ হাজার ৪১৫ টাকা। নতুন দাম হবে ৪১ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। যার বর্তমান দাম আছে ৩৩ হাজার ৭৬৭ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের বর্তমান মূল্য ভরি প্রতি ২২ হাজার ৬৮৬ টাকা।  নতুন দর  কার্যকর হলে হবে ২৩ হাজার ৯১১ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রূপোর দাম ও বাড়ছে ভরি প্রতি ৫৮ টাকা।

স্বর্ণের দাম কমানো বা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি। সমিতির সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় বাজুস।