Monday, December 9, 2024
প্রচ্ছদরকমারিএখন ঘরে বসেই হয়ে যান ভোটার

এখন ঘরে বসেই হয়ে যান ভোটার

বর্তমান বাংলাদেশ এ এমন কোন গুরুত্বপূর্ণ কাজ নাই যার জন্যে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র লাগে না। কিন্তু এ ২টি নিয়ে বিড়ম্বনায় পড়েনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। হাজার হাজার মানুষ প্রতিদিনই এই জাতীয় পরিচয় পত্র এর বিড়ম্বনা সহ্য করছে। কিন্তু কম মানুষেরই এর সমাধান জানা আছে। অনেকে হয়তো এটাই জানে না যে এখন ঘরে বসেই অনলাইনে নিজের ভোটার নিবন্ধন করতে পারা যায়। সেই সাথে কোন তথ্য বিভ্রান্তিতে পড়লে তা নিজে নিজেই ঠিক বা সংশোদন করতে পারবেন খুব সহজেই।

চলুন প্রথমেই দেখে নেয়া যাক কিভাবে অনলাইনে নিজেই নতুন ভোটার হউয়ার জন্যে নিবন্ধন করব,

তার জন্যে প্রথমেই আপনাকে মোবাইল বা কম্পিউটার এর ব্রাউজার থেকে https://services.nidw.gov.bd/  এই লিঙ্ক এ যেতে হবে।

Election Commission official website of Bangladesh

যখন ওয়েবসাইটটি ওপেন হবে তখন আপনি উপরের ছবির মতো স্ক্রিন দেখতে পাবেন। এবার পেজ এর মাঝে দেখবেন “আপনি কি নতুন ভোটার হতে চান?” ওখানে ক্লিক করুন।

ক্লিক করার পর নিচে কিছু লেখা আসবে। লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ুন।

আপনার নতুন নিবন্ধন এর জন্যে কিছু কাগজ পত্র দরকার হতে পারে,
যেমনঃ এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ), জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ), পাসপোর্ট , ড্রাইভিং লাইসেন্স, নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি।

একটু নিচে দেখেন “নতুন নিবন্ধন করতে চাই” আছে ওখানে ক্লিক করুন। অথবা আপনি সরাসরি উপরের মেনুবার থেকেও নতুন নিবন্ধন করার জন্যে ক্লিক করতে পারেন।

এবার নতুন ১টি পেজ ওপেন হবে যা দেখতে ঠিক নিচের ছবিটার মতো হবে।

Registration process for becoming new voter

ছবিটি খেয়াল করুন এবং কি কি লেখা আছে ভালো করে পড়ুন। কোন ১টা অংশ ও যেন বাদ না পড়ে। যেই ধাপ গুলো বর্ণনা করা আছে তা অনুসরন করুন এবং প্রয়োজনীয় তথ্যাবলি সাথে রাখুন।

এবার নিচের ছবির মতো যে ফাঁকা জায়গা গুলো আছে সেখানে আপনার ই-মেইল আইডি অথবা মোবাইল নাম্বারটি লিখে তার নিচে “আমি রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই” বাটনে ক্লিক করুন।

confirmation for becoming new voter

আপনার কাজ শেষ। এভাবে খুব সহজে নিজেই নিজের অথবা পরিচিত কারোর ভোটার নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় পোস্ট

- Advertisment -OBSZONE - free classified ads website

সাম্প্রতিক মন্তব্য